ইবনে বতুতা । ত্রয়োদশ শতাব্দীর শতাব্দীর প্রথম পাদে আরব দেশীয় বিখ্যাত ভূ-পর্যটক ইবনে বতুতা কিশোরগঞ্জের এগারসিন্দুর এসেছিলেন। তার বিখ্যাত ভ্রমন বৃত্তান্ত গ্রন্থের নাম ‘তুহফাত উন নুজ্জামার ফি ধরাইব-ইন-আসসার ওয়া আজাইন ইল আসফার’ ফরাসী ভাষায় রচিত এই গ্রন্থ থেকে জানা যায় যে ব্রহ্মপুত্রের পূর্বপাড় থেকে সে সময়ে কামরুপ রাজ্য পর্যন্ত ভূ-ভাগটি তখন প্রাগ জৌতিষপুর নামে পরিচিত ।

সেই সময়ে এ অঞ্চলের বনজঙ্গলে প্রচুর হাতি – গন্ডারের বিচরণ ক্ষেত্র ছিল । ইবনে বতুতা তাঁর গ্রন্থে শুধু জেলা কিশোরগঞ্জের ‘এগার সিন্দুর’ সম্পর্কে তিনি সুন্দর একটি আলোচনা লিখে গেছেন। সে আলোচনায় উল্লেখ আছে এগারসিন্দুর সহ এর আশে পাশের এলাকায় প্রচুর সুক্ষ মসলিন কাপড় তৈরী হত এবং এ মসলিন কাপড় সহ অন্যান্য দ্রব্যাদি এখান থেকে বিদেশে রপ্তানী হত । সেই সময় সোনারগাঁও এলাকার শাসন কর্তা ছিলেন সুলতান ফকরুদ্দীন মোবারক শাহ। ইবনে বতুতা এগারসিন্দুরে তখন বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন ।