হাওর একটি গামলা আকৃতির জলভূমি যা প্রতিবছর মৌসুমী বৃষ্টির সময় পানিপূর্ণ হয়ে ওঠে। সমগ্র বর্ষাকাল জুড়ে হাওরের পানিকে সাগর বলে মনে হয় এবং এর মধ্যে অবস্থিত গ্রামগুলোকে দ্বীপ বলে প্রতীয়মান হয়। বছরের সাত মাস হাওরগুলো পানির নিচে অবস্থান করে। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি শুকিয়ে গিয়ে সেই স্থানে সরু খাল রেখে যায় এবং শুষ্ক মৌসুমের শেষের দিকে সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। এই হাওড়কে ঘিরে প্রায় ৫ টি জেলার ৫০ লক্ষ্যের ও বেশী মানুষের বসবাস । হাওড় যেমন প্রকৃতির অপার সৌন্দর্যের জলাভূমি – আবার  জীবন সংগ্রামের  করুন ব্যাথায়  লালিত স্বপ্নের হাত ধরে বহু প্রান অস্তিত্ব খুঁজেছে ইট কাঠ পাথরের  শহরে জঞ্জালে।

আফরোজা পারভীনের এই উপন্যাসটিতে হাওড়ের অতি সাধারন মানুষদের অসাধারন ভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ডাঊন লোড করতে হলে ক্লিক করুন।