আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ১৮২০ সালের এই দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে আইন পরীক্ষা সমাপ্ত করেন। ১৮৪১ সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। এরপর ১৮৪৬ সালে তিনি সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যোগ দেন। ১৮৫১ সালে তিনি এ কলেজের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন।

ঈশ্বরচন্দ্র ছিলেন একাধারে দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক, অনুবাদক, প্রকাশক ও ব্যাখ্যাকারী। বাংলা গদ্যকে সরল ও আধুনিক করার ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। সংস্কৃতি শিক্ষা এবং দর্শনে অসাধারণ অবদানের জন্য তাকে ক্যালকাটা সংস্কৃত কলেজ বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করে। দরিদ্র ও দুর্বলের জন্য তার মন সবসময় কাঁদত। তাদের পাশে দাঁড়ানোর জন্য পরে তাকে দয়ার সাগর উপাধিতে ভূষিত করা হয়। ১৮৫৬ সালে ভারতে বিধবা বিবাহ আইন পাসের পক্ষে তিনি জোরালো ভূমিকা পালন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯০ সালের ২৯ জুলাই কলকাতায় পরলোকগমন করেন।

সমকাল।