দেশীয় ব্যান্ডসঙ্গীতের গুরু আজম খান মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত। স্কয়ার হাসপাতালের রেডিওলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ ড. কামরুজ্জামানের কাছে গত ৩০ জুন তার এমআরআই করা হয়। তিনি ইনডাকশান কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপি শুরু করা ও সম্পূর্ণ সেরে ওঠার জন্য পিইটি স্ক্যানের পরামর্শ দেন। কিন্তু দেশে এটা সম্ভব নয়। মহাখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসকদের বোর্ড গঠন করে স্কামোস সেল কার্সিনোমা নামের রোগটি নিশ্চিত হয়। তার জিহ্বার নিচে ছোট টিউমারের আকার নেওয়া রোগটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চিকিৎসকরা তাকে অতি দ্রুত সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ঢাকা প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন আজম খানের পরিবার। আগামী রোববার কিংবা সোমবারে তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন জানিয়েছেন আজম খান। তার পরিবার জানায়, ‘সঙ্গীতজীবনে তিনি অনেক পেয়েছেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আজও অবহেলিতই আছেন। আশা করছি, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা আজম খানের পাশে দাঁড়াবেন।’
এদিকে চিকিৎসকদের পরামর্শ মেনে আজম খান এখন বিশ্রামে। তিনি গতকাল সমকালকে বলেন, ‘ব্যান্ডসঙ্গীতের সংগঠন বামবা, আইয়ুব বাচ্চু ও এলআরবি, ফিডব্যাক, ওয়ারফেজ আমাকে দেখতে এসেছে। সবাই আশ্বাস দিয়েছে, আমার জন্য কিছু করবে ওরা। আপনারা আমার জন্য দোয়া করুন।’