পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক হাজার বস্তা বোরো ধানের বীজ জব্দ করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট এলাকা থেকে বীজভর্তি ট্রাকটি আটক করা হয়। কিশোরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়,জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্যবসায়ী শহীদ বীজ ভান্ডারের মালিক জাহাঙ্গীর আলম ট্রাকবোঝাই করে এক হাজার বস্তা (১০ মেট্রিক টন) ওজনের বীজ পাচার করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে সদর উপজেলার পুলেরঘাট এলাকায় ট্রাকটির গতিরোধ করে। জাহাঙ্গীর আলম বিএডিসির বীজ ডিলার বলে জানা গেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, প্রতিটি বস্তায় ১০ কেজি করে মোট এক হাজার বস্তা ব্রি-২৮ জাতের এ বোরো ধানের বীজ কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল। গ্রেপ্তার হওয়া ট্রাকের চালক সিরাজুল ইসলামের বাড়ি বাগেরহাটের গোবরদিয়া গ্রামে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছে। ডিলার জাহাঙ্গীর আলম পলাতক আছেন।

-prothom Alo