ডঃ এম ওসমান ফারুক ।তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধবী ছিলেন ।ছাত্র হিসেবে কৃ্তিত্বের অধিকারী ।শিক্ষা জীবনের পুরো সময়্টাই ছিল তার সাফল্যে ভরা ও কৃতিত্বপূর্ন । ডঃ এম ওসমান ফারুকের জ়ণ্ম কিশোরগঞ্জের শিক্ষিত এক সম্ভ্রান্ত পরিবারে ১৮ জুলাই ১৯৪০ ।তার বাবা বাংলাদেশের গর্বিত সন্তান,শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর,বিজ্ঞনী ড. মুহাম্মদ ওসমান গণি । ডঃ এম ওসমান ফারুকের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া গ্রামে । 

পিতা বাংলাদেশ খ্যাত স্বনামধন্য বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গণি। মা বেগম শামসুন নাহার গনি  তিনি একজন গৃহিনী ।সহজ-সাধারণ জীবন যাপন করতেন । 

লেখাপড়া শুরু স্ব্নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরীজ় স্কুলে। মেট্রিকুলেশন ১৯৫৬,ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ,১৯৫৮সালে ।অর্থনীতিতে স্নাতক ১৯৬১ এবং এম এ (অর্থনীতি) ১৯৬২ ঢাকা বিশ্ববিদ্যালয় ।

ডঃ এম ওসমান ফারুক  তিনি (USAID)ফো্লোশিপ প্রোগ্রাম-এ আওতায় গমন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৬৩ সালে ।১৯৬৪ সালে Agricultural Economics বিষয়ে এম এস যুক্তরাষ্ট্র-টেক্সাস এ এ্যান্ড এম ইউনিভার্সিটি ।১৯৭০ সালে বিশ্ববিখ্যাত lvy league school, the comell University Ithaca, New York-থেকে পিএইচডি এগ্রিকালচারার ইকনোমিক্স বিষয়ে (With Specialization in Agriculture Marketing and in International Development) ড. ওসমান ফারুক ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে -Department of co-operation and Marketing-এ এসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেন।

 

তিনি শহীদ প্রেসিডেণ্ট জ়িয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন ২০০১ সালে । দলীয় মনোনয়ন নিয়ে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত হন সংসদ সদস্য । জাতীয়তাবাদী দলের নেতত্বে গঠিত নতুন সরকার ড. এম ওসমান ফারুক নিযুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী।বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে যুগোপযোগী করে সাজানো, শিক্ষা ক্ষেত্রে বিবদমান সমস্যাগুলো নিরসনকল্পে ড. এম ওসমান ফারুক নিরলসভাবে কাজ করেছেন ।