হাওড় অঞ্চলের হাজার বছরের ইতিহাস ঐতিয্য সংস্কৃতি নিয়ে সম্প্রতি গবেষক ও  সাহিত্যিক মোঃ রওশন আলী রুশোর পান্ডুলিপি ও আসিফ ইকবাল খানের পরিচালনায় নির্মিত হয়েছে “ঢেউ এর সাথে পবনের পিরিতী” নামের তথ্য চিত্রটি, এর ধারা বর্ননায় ছিলেন আজাহারুল ইসলাম রনি।তথ্যচিত্রে গবেষকগন চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন হাওড় অঞ্চলের অনেক ইতিহাস যা কিশোরগঞ্জের আঞ্চলিক ইতিহাস গবেষণায় একটি প্রশংসিত মাইলফলক । এই পোষ্টে এর ২ টি পার্ট অন্তভূক্ত করা হলো ।

পার্ট -২

পার্ট -৩