কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাটির আয়তন ২১৪.৪০ বর্গ কি.মি.যার উত্তরে করিমগঞ্জ এবং মিঠামইন  উপজেলা, দক্ষিনে বাজিতপুর উপজেলা; পূর্বে অষ্টগ্রাম ও মিঠামাইন উপজেলা আর পশ্চিমে কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলা।

প্রধান নদী সমূহঃ

ধানু,ঘোড়াউত্রা,নরসুন্দা,বদা। নিম্নভূমি ১৬টি; বিল বাড়া, টেংগুয়া বিল, নয়নবালি বিল ও রাউয়ার বিল উল্যেখযোগ্য।

নিকলি শহরঃ

শহরটির আয়তন ৭.৬২বর্গ কি.মি., এতে মৌজা আছে ২ টি। এর লোকসংখা ১৫০৯০ জন; পুরুষ ৪৮.২২%,মহিলা ৫১.৭৮%। শহরের স্বাক্ষরতার হার ২০.০৩%।শহরটিতে ১টি ডাকবাংলো আছে।

প্রশাসনঃ

বর্তমানে নিকলী থানা একটি উপজেলা যা প্রতিষ্ঠিত হয় ১৭২৬ সালে। এতে ৬টি ইউনিয়ন পরিষদ, ৪৩ টি মৌজা, ১২২টি গ্রাম আছে।

প্রত্নতাত্বিক নিদর্শন ও ভগ্নস্তুপঃ

সুরুজ জামে মসজিদ(মোঘল আমল),কুরশা শাহী মসজিদ (১৬৭৯)।

মুক্তিযুদ্ধের স্মৃতি গনহত্যা স্থানঃ

নিকলী বাজারের নিকটবর্তী শশ্মান খোলার পিছনের একটি বাড়ি।

জনসংখ্যাঃ

মোট জনসংখ্যা ১১০৯১২ জন; পরুষ ৫০.১৬%, মহিলা ৪৯.৮৪%; মুসলিম ৯৩.৭৯%, হিন্দু ৬.১৭%, বৌদ্ধ ০.০২%, খ্রীষ্টান ০.০২%।

ধর্মীয় প্রতিস্ঠানঃ মসজিদ ৮৯টি, মন্দির ১৭টি, আখড়া ২টি(ছেত্রা আঁখড়া ও গোবিন্দপুর আঁখড়া)।

স্বাক্ষরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানঃ

গড় স্বাক্ষরতা ১২.৬%; পুরুষ ১৭.৬%, মহিলা ৭.৪%।

শিক্ষাপ্রতিষ্ঠানঃ

কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৯টি, মাদ্রাসা ৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৮টি,কমিউনিটি স্কুল ১৯টি। উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নিকলী গোরাচাঁন্দ পাইলট হাই স্কুল(১৯৩৮)।

সাংস্কৃতিক সংগঠনঃ

গ্রাম্য ক্লাব ২৪টি,পাবলিক লাইব্রেরী ১টি, থিয়েটার গ্রুপ ২টি, খেলার মাঠ ৭টি।

প্রধান পেশাসমূহঃ

কৃষি ৪২.৭৪%,কৃষি মজদুরি ২৯.৪৮%,দিনমজুর ২.৯৭%, ব্যবসায় ৮.৩৪%, মাছ ধরা ৪.০৮%, চাকুরী ২.২৯%, অন্যান্য ১০.১%।

জমির ব্যবহার

মোট চাষ উপযোগী জমির পরিমান ১৭৯১২.৭৫ হেক্টর, পতিত জমি ১০০৭.৫৯ হেক্টর; এক-ফসলী ৭৯.৩২%,দ্বি-ফসলী২০.৬৮%। সেচেঁর আওতাভূক্ত চাষের জমি ৯০%।

জমির মূল্যঃ প্রথম মানের ০.০১ হেক্টর জমির মূল্য প্রায় ৫০০০টাকা।

প্রধান শস্য ধান,গম,সরিষা,মরিচ,চীনাবাদাম, বেগুন ও খিরা।

বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য তিসি,ছোলা,কাউন।

প্রধান ফল আম,নারিকেল,কলা,কুল,কাল জাম।

মাছ চাষ,পশুপালন,পোল্ট্রিঃ

পোল্ট্রি ৭৪টি,হ্যাচারী ১টি।

যোগাযোগ ব্যবস্থাঃ পাঁকা রাস্তা ২ কি.মি.,আধাপাঁকা ১.৪০কি.মি. এবং মাটির রাস্তা ২৩৫কি.মি., জলপথ ১৭ নর্টিক্যাল মাইল।

ঐতিহ্যবাহী যানবাহনঃ পাল্কি(বিলুপ্ত)।

শিল্পকারখানাঃ

বরফ কল ৩টি, ওয়েল্ডিং ৫টি।

কুটির শিল্পঃ

স্বর্ণকার ৩০,কামার ৪০, কুমোর ৫০,দর্জি ২৫০, কাঁঠের কাজ ১২০জন।

হাট, বাজার,মেলাঃ

মোট হাট বাজার ১৫টি, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে নিকলী বাজার,দাসপাড়া বাজার, মজলিসপুর বাজার।মেলা ১০টি; উল্লেখ্যযোগ্য গৌরি মেলা এবং সইধর পৌষসংক্রান্তী মেলা।

প্রধান রপ্তানীজাত পণ্য ধান, চীনাবাদাম, মরিচ, সরিষা এবং খিরা।

এন.জি.ও কার্যক্রমঃ

কার্যত গরুত্তপূর্ন এন.জি.ও গুলো হচ্ছে ব্র্যাক, প্রত্যশা, প্রশিকা, পল্লী বিকাশ কেন্দ্র, স্বনির্ভর বাংলাদেশ ও গ্লোবাল ভিলেজ।

স্বাস্থ্য কেন্দ্রসমূহ :

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ১টি, স্যাটলাইট ক্লিনিক ২টি, পরিবার কল্যাণ কেন্দ্র ৪টি ।

নিকলী দামপাড়া ইউনিয়নের একটি ভিডিও চিত্রঃ