কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলাটির আয়তন ২২২.৯২ বর্গ কি.মি.যা উত্তরে ইটনা এবং আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিনে অষ্ট্রগ্রাম উপজেলা;পূর্বে বানিয়াচং এবং অস্টগ্রাম উপজেলা আর পশ্চিমে করিমগঞ্জ এবং নিকলি উপজেলা দ্বারা বেষ্টিত।

প্রধান নদীঃ ধনু,কালাই।

নিম্নভূমিঃ বুরাগপ,হাটুরিয়া, দেওদরিয়া এবং নিকলা বিল।


মিটামইন শহরঃ
শহরটিতে ১টি মৌজা রয়ছে। শহরটির  আয়তন ৯.১৫বর্গ কি.মি. এবং লোকসংখা ৯০৯৪ জন; পুরুষ ৫৪.০৬%, মহিলা ৪৫.৯৪%।শহরের স্বাক্ষরতার হার ২৪.২%;পুরুষ ৩২.১%, মহিলা ১৪.৮%।এ শহরে ১টি ডাকবাংলো আছে।

প্রশাসনঃ
মিটামইন থানা উপজেলায় পরিনত হয় ১৯৮৩ সালে।এতে ৬টি ইউনিয়ন পরিষদ,৫৯টি মৌজা,১২৯টি গ্রাম আছে।

ঐতিহাসিক ঘটনাবলীঃ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি ধোবাজরা গ্রামে (সদাগর ভূইয়ার বাড়ি) ১৭ জন নিরীহ মানুষ্কে হত্যা করে। তারা কথাখল ইউনিয়নের সতীশ গ্রামে আরো ৬২ জনকে হত্যা করে। তাছাড়াও পাকিস্তান আর্মি অনেককে ভারত জাবার পথে ইটনা হাওড় এলাকা থেকে ধরে ফেলে এবং তাদের হত্যা করে।

মুক্তিযুদ্ধের স্মৃতি গনহত্যা স্থানঃ বয়রা।

জনসংখ্যা ১০৮২০৪ জন; পুরুষ ৫১.৭৯%,মহিলা ৪৮.২১%, মুসলিম ৯০.৩১%,হিন্দু ৯.০৭%, বৌদ্ধ ০.১২%,খ্রীস্টান ০.১২% এবং অন্যান্য ০.৩৮%।

ধর্মীয় প্রতিস্ঠানঃ মসজিদ ১০০টি,মন্দির ১৪টি।

স্বাক্ষরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানঃ

গড় স্বাক্ষরতা ১৫.৬০%; পুরুষ ২০.৭%, মহিলা ১০.২%।

শিক্ষাপ্রতিষ্ঠানঃ

কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৮টি, মাদ্রাসা ৫টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭টি, কমিউনিটি বিদ্যালয় ১০টি।

সাংস্কৃতিক সংগঠনঃ

ক্লাব ৩০টি, পাবলিক লাইব্রেরি ১টি।

প্রধান পেশাসমূহঃ

কৃষি ৪৯.৩০%,মাছ ধরা ২.৮%,কৃষি মজদুরি ৩০.৫১%, দিনমজুর ৩.০১%, ব্যবসায় ৫.৪৬%, চাকুরী ১.৯২%, অন্যান্য ৭.০%।

কৃষকের মাঝে জমির বন্টন ৩০% ভূমিহীন,৩৫% ছোট, ২৫%মাঝারী, ১০%ধনী চাষী।

জমির মূল্যঃ প্রথম মানের ০.০১ হেক্টর জমির মূল্য প্রায় ২০০০টাকা।

প্রধান শস্য ধান,আলু,সরিষা,চীনাবাদাম,খিরা,বেগুন এবং টমেটো।

বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য তিল,তিসি ও কাউন।

প্রধান ফল আম,কাঁঠাল,কলা।

ঐতিহ্যবাহী যানবাহন পাল্কি(বিলুপ্ত)।

ডেইরী ফার্ম ও পোল্ট্রীঃ

পশু খামার ২২টি,পোল্ট্রী ২৬টি।

শিল্পকারখানাঃ বরফ কল ১টি, ওয়ার্কশপ ১টি, বেকারী ১টি।

কুটির শিল্পঃ স্বর্ণকার ৬,কামার ৫, কুমোর ৫,কাঁঠের কাজ ১০০।

হাট, বাজার,মেলাঃ বিশেষ উল্লেখযোগ্য হাট-বাজার হচ্ছে মিঠামইন বাজার, গোপদীঘি এবং ঢাকী।

প্রধান রপ্তানীজাত পণ্য ধান, চীনাবাদাম, মিস্টি আলু ও খিরা।

এন.জি.ও কার্যক্রমঃ কার্যত গরুত্বপূর্ন এন.জি.ও গুলো হচ্ছে প্রশিকা, নারীমৈত্রী ও গ্লোবাল ভিলেজ।

স্বাস্থ্য কেন্দ্রসমূহঃ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ১টি, পল্লী স্বাস্থ্য কেন্দ্র ৪টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ১ টি এবং ইউনিয়ন সাটেলাইট ক্লিনিক ২ টি।