বিচারপতি মোজাম্মেল হোসেন ১৯৪৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত. আলহাজ আহমেদ হোসেন এবং মাতার নাম বেগম আয়শা আক্তার খাতুন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি এবং ১৯৭১ সালে সাংবাদিকতা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে ইউনির্ভাসিটি অব শেফিল্ড থেকে এলএলএম এবং ১৯৮০ সালে ইউনির্ভাসিটি অব লিংকন ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন।

১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১১ মে ২০১১ সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।