সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুক থেকে নির্দিষ্ট কয়েকটি ইসলামিক পেজ সরিয়ে দেওয়ার প্রতিবাদে ফেইসবুক ছাড়ার হুমকি দিয়েছে ২৫ লাখেরও বেশি বিক্ষুব্ধ মুসলিম। যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি মেইল’ পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে। ফেইসবুক থেকে সরিয়ে করে দেয়া পেজগুলির মধ্যে ‘আই লাভ মোহাম্মদ’, ‘কুরান লাভারস’এর মতো জনপ্রিয় ইসলামিক পেজ রয়েছে। ফেইসবুকের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

রিপোর্টে বলা হয়, চারটি অত্যন্ত জনপ্রিয় ইসলামিক পেজ বাতিলে ফেইসবুকের নেওয়া সিদ্ধান্তের পর ওই পেজগুলো আবার ওয়েবসাইটে দেওয়ার দাবি জানিয়েছে মুসলিম স�প্রদায়। একইসঙ্গে ফেইসবুকের অসংখ্য পেজ এ চিঠি পাঠিয়ে তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে আমল না দেওয়ার অভিযোগ তুলেছে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে।

তাছাড়া, ইসলাম-বিরোধী কোনো ধরনের মন্তব্য পোস্ট করাকে ফেইসবুকের নীতিবিরুদ্ধ বলে গণ্য করার নতুন নিয়ম চালুরও দাবি করা হয়েছে চিঠিতে। বিক্ষুব্ধ মুসলিমরা ফেইসবুককে সতর্ক করে দিয়ে জানিয়েছে, ফেইসবুক দাবি মেনে না নিলে তারা মুসলিম সামাজিক নেটওয়ার্কিং সাইট ‘মদিনা ডটকম’ এ যোগ দেবে। মদিনা ডটকম বিশেষত মুসলিম স�প্রদায়েরই সাইট। এ সাইটটি ইসলামিক নীতি মেনে চলায় প্রতিশ্র”তিবদ্ধ এবং মুসলিম স�প্রদায়কে ঐক্যবদ্ধ রাখাই এর লক্ষ্য।

ফেইসবুকের কর্মকর্তারা জানিয়েছেন, ‘আই লাভ মোহাম্মদ’ বা ‘কুরান লাভারস’ এর মতো পেজগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কারণ এসব পেজ অনাকাঙ্খিত ই-মেইল বা বিজ্ঞাপন (স্প্যাম) হিসাবে ব্যবহারকারীদের কাছে পাঠানো হয়ে আসছিল। এ কাজটি ফেইসবুকের নীতিমালার পরিপন্থী।তাছাড়া, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর বিতর্কিত ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি দেওয়ার ব্যাপারে ফেইফসবুক দায়িত্বহীন আচরণেরও অভিযোগ করা হয়েছে চিঠিতে। ওই প্রতিযোগিতা ব্যবহারকারীদের মোহম্মদ (সাঃ) এর ছবি আঁকতে উৎসাহী করেছে বলে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে, আল্লাহ কিংবা নবীর ছবি আঁকার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বাধা নিষেধ না থাকলেও তাদের অনুকৃতি বা চিত্র আঁকা মানুষের পক্ষে অসম্ভব বলেই মনে করা হয়ে থাকে। আর তা করার চেষ্টা করাটাও আল্লাহ বা নবীকে অপমান করার শামিল বলে গণ্য। চিঠিতে ফেইসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গকে কটাক্ষ করে বলা হয়েছে, যোগাযোগ প্রযুক্তিতে তার অস্যামান্য জ্ঞান আর দক্ষতার পরও বিশ্বব্যাপী মুসলিমদের নিয়ে ব্যাপক ঘৃণা আর বিদ্বেষ উস্কে দেওয়ায় তার জুড়ি নেই। আর এবার ফেইসবুকের ইসলামিক পেজ তুলে দিয়ে তিনি আরো অপূরণীয় ক্ষতি ডেকে এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম