চলছে বর্ষা মৌসুম। গ্রামগঞ্জে খাল-বিলে, নদী-নালা এখন কানায় কানায় পূর্ণ। আর বর্ষার এ পানিতে মাছ ধরার আনন্দে কখন যে একদল শিশু বাংলাদেশের সীমান্ত পেরিয়ে নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়ে তা তারা জানেই না। তারা কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কিছু জওয়ান টেনে-হিঁচড়ে পাঁচ শিশুকে ভারতীয় সিমান্তের ওপারে নিয়ে যায়। আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে।

ওই পাঁচ শিশু হলো উপজেলার সীমান্ত এলাকার মিনাপুর গ্রামের দেনিয়াল হকের ছেলে পানিয়া (১৫), কুদ্দুসের ছেলে শাহাবুদ্দীন (১৩), নজরুল ইসলামের ছেলে মন্টু (৭), আবতাব উদ্দীনের ছেলে রায়হান (৮) ও জয়নাল আবেদিনের ছেলে সেতাবুল ইসলাম (১০) এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই পাঁচ শিশু সীমান্ত এলাকার জলাশয়ে মাছ ধরার জন্য ফন্দি জাল পেতে বাড়ি ফিরে আসে। আজ শুক্রবার ভোরে তারা পেতে রাখা জালগুলো তুলতে যায়। সে সময় সীমান্তের ৩৫৪ নম্বর মেইন পিলারের কাছে কাঁটাতার পেরিয়ে এসে পাটগাছের আড়ালে লুকিয়ে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানেরা হঠাত্ ঘিরে ফেলে তাদের। এরপর বিএসএফ জওয়ানেরা তাদের টেনে-হিঁচড়ে ওপারে নিয়ে য়ায়।

বিডিআরের হরিপুর সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সর্বশেষ খবরে জানা গেছে, ওই শিশুদের ছাড়িয়ে আনতে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও অবশেষে বৈঠকে বিএসএফ আসেনি।