কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীতে ট্রলারে ডাকাতির সময় নিখোঁজ ম ৎ স্য ব্যবসায়ী বিনোদ বর্মণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌর শহরের কালীপুর এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাছির মিয়া (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরবের ম ৎ স্য আড়তে মাছ বিক্রি শেষে উপজেলার ছাতিয়ানতলার ২০-৩০ জন ব্যবসায়ী পৌর শহরের পলতাকান্দা ঘাট থেকে ট্রলারে ওঠেন। কোদালকাটি এলাকায় পৌঁছালে ট্রলারটিতে একদল ডাকাত হানা দেয়।

জিনিসপত্র লুট করার সময় ডাকাতেরা সঞ্জয় বর্মণ ও বিনোদ বর্মণ নামের দুই ম ৎ স্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়। ওই রাতেই গুরুতর আহতাবস্থায় পুলিশ সঞ্জয় বর্মণকে উদ্ধার করে। নিখোঁজ বিনোদের লাশ গতকাল সকালে কালীপুর এলাকায় ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।ভৈরব থানার ওসি শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় বিমল বর্মণ নামের এক ম ৎ স্য ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাছির মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাছির ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবাববন্দিও দিয়েছেন।

-Prothom alo