অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল সোমবার বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ও স্খানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে যাওয়ার পরপরই বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে চার দিক কেঁপে ওঠে এবং ধোঁয়ায় চার দিক আচ্ছন্ন হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু জানান, গ্রাম আদালতের কয়েকটি মামলার কার্যক্রম শুরু করার জন্য তিনি দুপুর সাড়ে ১২টায় ইউপি কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে অনেকটা স্খানজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ সময় তিনি আহত না হলেও কিছুক্ষণ অচেতন অবস্খায় ছিলেন বলে জানান। খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্তিন রেমা ও ওসি আব্দুর রউফ ঘটনাস্খলে ছুটে যান।

এ ব্যাপারে ওসি জানান, এটি পটকা জাতীয় কিছু হতে পারে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্খল থেকে পুলিশ বৈদ্যুতিক তার, কৌটাসহ কিছু আলামত উদ্ধার করেছে।
 

নয়াদিগন্ত (২০-জুলাই-২০১০)