কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল রোববার বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কটিয়াদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শওকত ওসমান গুরুতর আহত হয়েছেন। তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঙ্গে গত শুক্রবার বাগরাইট গ্রামের ছন্দু মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার কটিয়াদী হাইস্কুল রোডে মজিবুর রহমানকে মারধর করে প্রতিপক্ষ। তাঁকে কটিয়াদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি মীমাংসার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান গতকাল কটিয়াদী থানায় যান। এ সময় মজিবুর রহমানের ছেলে মুনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। তারা কটিয়াদী হাসপাতালে গিয়ে চিকিত্সাধীন মজিবুর রহমানকেও মারধর করে। পরে পৌর মেয়র তোফাজ্জল হোসেনের কার্যালয়ে ভাঙচুর চালায়। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদ জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।