ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শনিবার সর্বস্ব হারিয়েছেন দুই যুবক। তাঁদের একজন হলেন বাজিতপুর উপজেলার পিরিজকান্দির তারা মিয়ার ছেলে সোহেল মিয়া ও অপরজন নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকার শহীদ মিয়ার ছেলে সবুজ। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোরে সোহেল মিয়া ফেনী থেকে ব্যবসার কাজে নাসিরাবাদ ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে রিকশায় স্থানীয় কমলপুর বাসস্ট্যান্ডে যান। সেখানে এক বৃদ্ধ সোহেলকে এলাকার লোক পরিচয় দিয়ে তাঁর সঙ্গে খাতির জমায়। এক পর্যায়ে ওই বৃদ্ধের কেনা চানাচুর খেয়ে তিনি অচেতন হন।

পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার ১২টার দিকে কিছুটা চেতনা ফিরে এলে সোহেল জানান, তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোন সেটটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরদিকে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকার শহীদ মিয়ার ছেলে সবুজকে অবচেতন অবস্থায় শনিবার সকালে স্থানীয় লোকজন ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।