নেত্রকোনা জেলার সীমানা পেরিয়ে বারুনী নদী ইটনা ও তাড়াইল থানার সীমানা বরাবর কিশোরগঞ্জে প্রবেশ করেছে এবং নরসুন্দায় পতিত হয়েছে। কিশোরগঞ্জ অংশে এর দৈর্ঘ্য প্রায় ৬ মাইল (প্রায় ৯.৬ কিঃমিঃ)। শুষ্ক মৌসুমে পানি থাকেনা বললেই চলে ।বৃষ্টির দেবতা বরুণ থেকে বারুনী নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে ।