ভৈরবে আন্তনগর ট্রেন তূর্ণা নিশীতার চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্টেশন সূত্র জানিয়েছে, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রেনের সহস্রাধিক যাত্রী দুর্ভোগের মধ্যে পড়ে।

সূত্র জানায়, রাত দুইটার দিকে ১ নম্বর লাইন অভিমুখে আসার সময় বিকট শব্দে প্রথমে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। অল্প সময়ের ব্যবধানে আরও তিনটি বগি লাইন থেকে নেমে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেন। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল মোতালিব জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য গতকাল শুক্রবার ভোরে আখাউড়া ও ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন ভৈরব এসে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার প্রক্রিয়া শেষ হয়।

-প্রথম আলো