খাদ্যাভ্যাস আর দশজনের মতোই। তবে পাউরুটি দিয়ে শাকসবজি বেশি প্রিয়। সঙ্গে থাকা চাই সাইডার (আপেল থেকে তৈরি মদ)। খেলাধুলা বলতে একমাত্র ফুটবল। অবসরের সময় কাটে টেলিভিশন দেখে।এটি কোনো ছোট্ট সোনামণি অথবা কোনো শৌখিন ব্যক্তির দৈনন্দিন কাজের ফিরিস্তি নয়। এটি একটি ক্যাঙ্গারুর গল্প। তার নাম বিমার।

বসবাস অস্ট্রেলিয়ায়। তার প্রভু জুলিয়ানা ব্রাডলি আদর করে এ নাম দিয়েছেন। দেড় বছর আগে বিমারের মা একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর জুলিয়ানাই বিমারের দেখাশোনার দায়িত্ব নেন। সেই থেকে দুজনে একসঙ্গেই আছেন। জুলিয়ানাই এখন বিমারের মায়ের ভূমিকা পালন করছেন।

মানুষের মতোই খাদ্যাভ্যাস গড়ে উঠেছে বিমারের। খাবারের পাশাপাশি অন্য কাজেও মানুষের মতো মিল রয়েছে তার। খাওয়া-দাওয়া ও খেলাধুলা শেষে টেলিভিশন দেখা চাই। টিভি অনুষ্ঠানের মধ্যে শিশুতোষ অনুষ্ঠান স্কিপি তার সবচেয়ে প্রিয়। শুধু তা-ই নয়, নাচগানও খুব পছন্দ বিমারের।

অরেঞ্জ অনলাইন।