ভৈরবের প্রানকেন্দ্রে ঐতিহ্যবাহী ভৈরব প্রেসক্লাবের অবস্থান । প্রতিষ্ঠাকাল ১৯৬৮ । দীর্ঘ যাত্রা পথে কখনো ম্রিয়মান হয়ে পড়লেও অধিকাংশ সময়ই তার বর্ণাঢ্য অবস্থান ভৈরবের সুধী মহল এমনকি আগ্রহী পর্যটককেও সহজেই কাছে টেনে নিয়েছে । ভৈরবের সাহিত্য সংস্কৃতি এমনকি অভ্যন্তরীণ খেলাধুলার এক প্রানময় কেন্দ্র ভৈরব প্রেস ক্লাব । শুধু সাংবাদিক বৃন্তের নির্ভেজাল ঠিকানা নয়, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা, প্রদর্শনী, এর পাঠাগার সবই এই প্রেস ক্লাব কে কেন্দ্র করে বহু পূর্ব থেকেই আবর্তিত হয়ে আসছে । অনেক কর্মকান্ডের মধ্যে দুটো কাজের জন্য ভৈরব প্রেস ক্লাব, ভৈরব তথা কিশোরগঞ্জের সম্মান বয়ে এনেছে, তা হলঃ মান উন্নীত ভৈরব থানার শুভ উদ্ভোধন উপলক্ষে প্রকাশিত ‘ভৈরব স্মরণিকা’(১লা বৈশাখ ১৩৯০) এবং তার সাপ্তাহিক ‘গ্রাম বাংলা’ পত্রিকা । ভৈরব থেকে যে সকল সাপ্তাহিক প্রকাশ হয় তার মধ্যে যুগদর্পন, দিনের গান, অবলম্বন, গৃহকোন উল্লেখ যোগ্য। ভৈরব প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জনাব অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু , সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ।