১৯৬৩ – ৬৪ খ্রীষ্টাব্দে নোবেল বিজয়ী মাদার তেরেসা কিশোরগঞ্জ এসেছিলেন । তৎকালীন সময়ে কিশোরগঞ্জের কল্লোল সমিতি নামক একটি সংগঠনের আমন্ত্রনে  তিনি একটি অধিবেশনে এসে যোগদেন । ভাষণরত মাদার তেরেসা’র ছবিটি তৎকালীন সময়ে স্থানীয় ক্যামেরায় ধারন করা হয় ।

পাশে উপবিস্ট সুনীতি দেবী ও সখিনা বেগমকে দেখা যাচ্ছে ।