বলিউডের রূপালী পর্দায় ৮০ থেকে ৯০ দশক জুড়ে দর্শক হৃদয়ের রাণী মাধুরী দীক্ষিত এবারে নাকি টুইটার নিয়ে বিপাকেই পড়েছেন । জানা গেছে, সম্প্রতি ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য টুইটারে যোগ দিলেও নিজেকে আসল মাধুরী প্রমাণ করতে নাকি রীতিমত বেগই পেতে হচ্ছে তাকে।  খবর ইন্ডিয়া টাইমসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাধুরী’র নামে টুইটারে বেশ কয়েকটি নকল অ্যাকাউন্ট থাকায় কে যে আসল মাধুরী তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছেন ভক্তরা। আর এমন ঘটনায় মাধুরীও বেশ চটেছেন। এদিকে জানা গেছে, নকল মাধুরীর জ্বালায় ত্যক্ত-বিরক্ত হয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে নাকি অভিযোগই করে বসেছেন আসল মাধুরী।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার জন্য একেবারে টুইটারের হেডকোয়ার্টারের সঙ্গেই যোগাযোগ করছেন মাধুরী দীক্ষিত। শুধু তাই নয় তিনিই যে আসল মাধুরী দীক্ষিত তা প্রমাণ করতে টুইটার কর্তৃপক্ষের কাছে নাকি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মাধুরী বলেছেন, ‘আমি টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে উত্তরের জন্য অপেক্ষা করছি। আমি চাই না আমার ভক্তরা অনিশ্চতায় থাকুক।’

সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, প্রথমে টুইটারে যোগ দেয়া নিয়ে খুব রোমাঞ্চিত থাকলেও এখন টুইটার কর্তৃপক্ষ তার দাবির সত্যতা যাচাই করতে লম্বা সময় নিচ্ছে বলে অনেকটাই মনক্ষুন্ন ‘দিল তো পাগল হ্যায়’খ্যাত এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মাধুরী বলেছেন, ‘ আমি এখন যুক্তরাষ্ট্রে বাস করছি, তাই টুইটার ইন্ডিয়া কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টটির সত্যতা যাচাই করতে লম্বা সময় নিচ্ছে। তারা কাজটি আরো দ্রুত শেষ করলে আমি সত্যিই অনেক খুশি হবো।’

উল্লেখ্য, বর্তমানে স্বামী শ্রীমান মাধব নেনে এবং দুই সন্তান আরিন ও রায়ান-কে নিয়ে যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে বাস করছেন বলিউডি টিনসেলের একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী  মাধুরী দীক্ষিত।