কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় আধিপত্য নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল শনিবার হাওরের ঘাগড়া ইউনিয়নের ধুবাজোড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও একটি সেচ প্রকল্প নিয়ে স্থানীয় মজিদ ও আনোয়ারের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বেশ কয়েকবার হামলা-মামলার ঘটনা ঘটে। শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন সিহারা হাওরে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জনেরও বেশি আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২৪ জনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ইসমাইল (৪০) ও আকরাম আলী (২৮) নামে দুজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন ইটনা হাসপাতালে ভর্তি রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

-প্রথম আলো