কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শরীফুল ইসলাম শিপুল (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো কমপক্ষে তিনজন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত মো. আইনউদ্দিন (৩০), জীবন মিয়া (৩৬) ও সোহেল মিয়াকে (২৫) জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে শিপুলের বাড়ির বিক্ষুব্ধ লোকজন লাঠিসোঁটা নিয়ে গোলাপ মেম্বারের বাড়ির ১০-১২টি ঘর ভাঙচুর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৬ আগস্ট আনন্দ স্কুলের এক শিক্ষিকার বকেয়া বেতন আদায় করা নিয়ে তাঁর স্বামী হোসেন মাহবুব কামাল কৈলাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল সূত্রধরকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের সাবেক ছাত্র কৈলাগ নব্যার বাড়ির আল-আমিন হোসেন মাহবুব কামালকে গালাগাল করেন। এ ঘটনার জের ধরে কামালের বাড়ির লোকজন গতকাল বিকেলে আল-আমিনকে বেধড়ক পেটায়। ইফতারের পর আল-আমিনের পক্ষের লোকজন প্রতিবাদ করলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ খবর শুনে শরিফুল ইসলাম শিপুল বাজিতপুর বাজার থেকে গ্রামে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিপুল চিৎকার দিয়ে উভয় পক্ষকে সংঘর্ষ থামাতে অনুরোধ জানান। এ সময় প্রতিপক্ষের গুলি এসে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে। সংজ্ঞাহীন অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময় আহত হন আরো কমপক্ষে তিনজন।

লিখেছেনঃ নাসরুল আনোয়ার