ভৈরবের বিশাল এলাকাজুড়েই জলাভূমি। বর্ষাকালে ওইসব এলাকাবাসী যাতায়াতের একমাত্র বাহন নৌকা। শুধু তাই নয়, মাছ ধরা, গরু-বাছুরের জন্য কচুরিপানা ও ঘাস সংগ্রহ এবং হাটবাজারে মালামাল পরিবহনেও প্রতিটি পরিবারে দরকার নৌকা। ফলে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভৈরবে নৌকা তৈরির ধুম পড়েছে। পেশাজীবী নৌকার মাঝি ছাড়াও বর্ষা মৌসুমে একশ্রেণীর লোক নৌকা কিনে এক স্থান থেকে অন্য স্থানে লোকজন পারাপার করে নৌকার মাঝি হিসেবে বাড়তি আয় উপার্জন করে থাকে। কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের নৌকা তৈরির কাঠমিস্ত্রি কামাল মিয়ার সঙ্গে আলাপ করে জানা যায়, একটি কোষা নৌকা তৈরি করতে ৪ জন মিস্ত্রির ১ দিন সময় লাগে। তৈরি কোষা নৌকাটি দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়ে থাকে ।