বাংলাদেশের ছোট পাখিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মোটুসী। এদেশে ১১ ধরনের মৌটুসি পাখি দেখা যায়। আকার আকৃতিতে খুবই ছোট। সাধারনত ফুলের মধু খেয়ে থাকে। স্ত্রী পাখির গায়ের রঙ ফ্যাকাসে হয়।  মৌটুসি [ mauṭusi ] ফুলের মধুপানকারী লম্বা ঠোঁটবিশিষ্ট ছোটো রঙিন পাখিবিশেষ, ইংরেজিতে sunbird বলে পরিচিত । ওজনে ৫ গ্রাম  থেকে সর্বোচ্য  ৪৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে অনেটা হামিংবার্ডের মত। প্রজনের সময় পুরুষ মৌটুসী স্ত্রী মৌটুসীকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের  অংগ ভংগীমা করে থাকে । অষ্ট্রেলিয়া, এশিয়া, ও আফ্রিকার বিভিন্ন দেশে এই পাখির অবাদ বিচরন। মৌটুসীরা সাধারনত ফুলের মধুর পাশাপাশি মাকড়সা কে সাচ্ছন্দে শিকার করে থাকে । তার নিজেদের ঘর যত্ন সহকারে খড়কূটো দিয়ে খুপরীর মত করে তৈরী থাকে । এই পাখি সমুদ্র পৃষ্ঠথেকে সর্বোচ্য ৪৯০ মিটার পর্যন্ত উপরে উড়তে সক্ষম।