মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় গতকাল মঙ্গলবার দুটি পৃথক অপহরণের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুরা এলাকা থেকে জিম্মি বেগম (৩) নামের একটি শিশুকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। লোকজন ধাওয়া করে ছড়ারপার নামক স্থানে গিয়ে সিএনজিটিকে ধরে ফেলে। এ সময় সিএনজি থেকে ব্রাহ্মণবাড়িয়ার রনি খান (১৮) ও অটোরিকশাচালক রাজনগরের ফজলু মিয়াকে (২০) আটক করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক সজল কুমান কানু আটক দুজনকে থানায় নিয়ে আসেন।
এদিকে গতকাল রাজনগরে আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আলাউদ্দিনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে। রাজনগর থানার পুলিশ জানিয়েছে, ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী আলাউদ্দিনকে অপহরণ করে প্রাইভেট কারে করে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় লোকজন বিষয়টি বুঝতে পারে। বিকেল চারটার দিকে রাজনগর ডিগ্রি কলেজের কাছে জনসাধারণের সহযোগিতায় পুলিশ গাড়িটি আটক করে। গাড়িটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় গাড়ি থেকে সিলেটের জৈন্তাপুরের আবদুল খালিক (২১), গোলাপগঞ্জের হেলাল আহমদ (৩২) ও আবদুল কাদির (৪৮) এবং বিয়ানীবাজারের পারভেজ আহমদকে (২৩) অপহরণের অভিযোগে আটক করা হয়।