একাত্তরের স্বাধীনতা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ একাত্তর। শেখ মুজিবের বাংলায়, যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই’-শ্লোগানে নিয়ে শনিবার সকাল ১১ টা থেকে শহরের রঙমহল চত্বর এলাকায় এ কর্মসূচী পালিত হয়।

এ সময় যুদ্ধারাপধীদের বিচার দাবি করে বক্তৃতা করেন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উলস্নাহ, ডিপুটি কমান্ডার সাবি্বর আহমেদ মানিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, মুক্তিযোদ্ধা সনত্মান সারোয়ার আলম জাহান প্রমুখ।