সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের মানুষের পাশে দাঁড়াতেই মান্নান ভূঁইয়া রাজনীতিতে আসেন। সেবা ও ভালোবাসা দিয়ে গণমানুষের রাজনীতি করে গেছেন তিনি। রাজনীতি না করে তিনি যদি সরকারি চাকরিতে যোগ দিতেন তাহলে সরকারের উচ্চপদস্থ আমলা হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ আদর্শ লালন করে দীর্ঘদিন রাজনীতি করে গেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আবদুল মান্নান ভূঁইয়ার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো, জাতীয় সংসদের সাবেক হুইপ আশরাফ হোসেন, সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, স্থানীয় সাংসদ জহিরুল হক মোহন প্রমুখ।