হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মিজবাহ উদ্দিনের পিতার নাম খুর্শিদ উদ্দিন আহমদ ।মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় তিনি বাজিতপুর কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন । ছাত্রলীগের নেতৃস্হানীয় ছাত্রনেতা হিসাবে তিনি ৬৯ এর গণঅভ্যুথানসহ ৭১ এর অসযোগ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ।তিনি মুক্তিযোদ্ধা হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন ৩নং সেক্টরের অম্পিনগর প্রশিক্ষণ ক্যাম্পে ।সেকশন কমান্ডার মহিউদ্দিন আহমদের নেতৃত্বাধীন দলটির তিনি ছিলেন টুআইসি (2nd in command) ।দেশে প্রবেশের পর তিনি নিকলী ও বাজিতপুর থানা হানাদারমুক্ত করার যুদ্ধসহ বেশ কিছু সাফল্যজনক গেরিলা অপারেশনে অংশগ্রহন করেছেন ।৮ নভেম্বর ৭১ তাকে হাওরাঞ্চলে গুলি করে হত্যা করা হয় ।তার লাশ পাওয়া যায় ছাতিরচরের হাওর এলাকায় ।কিভাবে কখন কবে কারা তাকে হত্যা করেছিল তা জানা যায়নি ।শহীদ মিছবাহ উদ্দিনকে জ্ঞানপুর পারিবারিক গোরস্হানে দাফন করা হয়েছে ।