সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ করতে গিয়ে জেলেদের হামলায় পুলিশ ও আনসারের ১১ সদস্য আহত হয়েছেন।

বুধবার সন্ধায় হাওরের ধরমপাশা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের শালদিঘা বিলে এ হামলা হয়।

আহত আনসার সদস্য রাজু আহমদ (৪০) ও সাজিদ আহম্মদকে (৩৫) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাওরের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টায় হাওরে একদল জেলে অবৈধ কোনাজাল দিয়ে মাছ ধরছিল। এ সময় রামসিংপুর ক্যাম্পের পুলিশ ও আনসারেরা সেখানে গিয়ে একটি জেলে নৌকাসহ জাল আটক করে।

এ সময় জেলেরা পুলিশ ও আনসারের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে এবং পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। এ সময় নয় আনসার ও দুই পুলিশ সদস্য আহত হন।

দুই পক্ষের ধস্তাধস্তিতে পুলিশের একটি রাইফেল হাওরের পানিতে পড়ে যায় বলেও তিনি জানান।

ধরমপাশার মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী রাত ৮টায় জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।