হে তূর্য্যধারী,
ঈস্রাফীলের শিঙ্গায় মাতিয়েছিলে তুমি-
রক্তে প্রলয় নাচন।
লক্ষ কোটি বাঙ্গালী চেতনায়,
সাতচল্লিশ, বায়ান্ন একাত্তুরের রণ বাদন।

হে বিদ্রোহী,
দ্রোহের মন্ত্রে উজ্জীবিত করেছিলে তুমি-
ঘোড় দৌরের ময়দানে।
অনাগত কোন কবি,
মুক্তির আস্বাদে,বজ্র নিনাদে।

হে সাম্যবাদী,
এক ডোরে বেঁধে, দিয়েছিলে তুমি-
হিন্দু, মুসলিম,বৌদ্ধ মতে যত বাঙ্গালী।
গাইতে শেখালে,
হামদ, নাথ, আর কীর্তন পদাবলী।

হে বংশীধারী,
আবার বাজাও শ্যামের বাঁশি-
বন্ধ হউক যত বিভেদ বৈষম্য রেখা।
তোমার হুংকারে,
পরবে বাঙ্গালী আবার জয়টীকা

হে জাতীয় কবি,
শুভ জন্মদিনে চীর জাগ্রত তোমার বাংলাদেশ-
শুধু একবার তাকাবে তুমি?
ফুলে ফুলে ছেয়ে আছো আজ,
আমরা তোমায় নমিঃ।