কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিশাল চরাঞ্চলে চাষীরা রবি মওসুমে সবজির চাষ করেছে। চরাঞ্চলের যেসব জমিতে মিষ্টি আলু ছাড়া অন্য কিছু ফসল চাষ করা যেত না সেসব জমিতে ১৫/২০ বছর ধরে হচ্ছে সবজি চাষ। গ্রামের হাট-বাজারে আগাম সবজি আসতে শুরু করেছে।

হোসেনপুর উপজেলার চরবিশ্বনাথপুর, সাহেবেরচর, চরপিতলগঞ্জ, চরজামাইল, কাওনা, চরকাটিহারী, চরহাজীপুর, চরআলগী, হাজীপুর, আশুতিয়া, দাপুনিয়া, রামপুর, গকুলনগর, বাসুরচর, উত্তরগোবিন্দপুর এলাকায় সবজির আবাদ করা হয়েছে। শীতের সবজির মধ্যে আলু, বেগুন, সীম, মূলা, করলা, ঝিংগা, ঢেড়শ, ফুলকপি, বাঁধাকপি, কুমড়া, ডাটা, পালংশাক, বরবটি, আদা, পেয়াজ, রসুন, ধনিয়া উল্লেখযোগ্য।

চরবিশ্বনাথপুর গ্রামের সবজিচাষী নজরুল ইসলাম জানান,

আবহাওয়া অনুকুল থাকায় বাঁধাকপির জমি ভালো হয়েছে। অন্যদিকে চরহাজীপুর গ্রামের চাষীরা জানিয়েছেন, একমাস পূর্বে সবজি বীজ বপনের সময় জমিতে পানি লেগে থাকায় চারাগাছ গজাতে পারেনি। হাজীপুর এলাকার লাফাবেগুন ইতোমধ্যে বাজারজাতকরণ শুরু হয়েছে।

হোসেনপুর সদরে আমদানিকৃত আলু ৬০ টাকা কেজি, সীম ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, মূলা ২০ টাকা, করলা ৫০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি ২৮ টাকা,ধনিয়া ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

– হোসেনপুর সংবাদদাতা