সম্প্রতি গ্লাস এবং সিরামিক নির্মাতা এক মার্কিন প্রতিষ্ঠান ‘গরিলা গ্লাস’ নামে একধরনের  গ্লাস তৈরির ঘোষণা দিয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি হচ্ছে, এলসিডিতে ব্যবহারযোগ্য এই গ্লাস সহজে ভাঙ্গে না। খবর এনগ্যাজেট-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কর্নিং ইনকরপোরেটেড নামের নির্মাতা প্রতিষ্ঠানটি এই গ্লাসের উৎপাদন বাড়াতে বড়ো ধরনের পরিকল্পনা করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গরিলা গ্লাসে এলসিডির স্থায়িত্ব যেমন বাড়বে তেমনি এতে কোনো দাগ পড়বে না। এমনকি শক্ত কোনো আঘাতেও ভাঙ্গবে না এলসিডি। সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, এই গরিলা গ্লাস এলসিডির সঙ্গে জুড়তে বাড়তি ৬০ ডলার গুনতে হবে। আগামী বছরই এলসিডিতে লাগানো এই গরিলা গ্লাস বাজারে আসবে বলেই জানা গেছে।