বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের নাগরিকেরা শর্তসাপেক্ষে ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ট্রানজিট-সুবিধা পাবেন। মালয়েশিয়ার সরকার গত ১৫ জুলাই থেকে এ সুবিধা চালু করেছে।
ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার নাগরিকদের সর্বোচ্চ পাঁচ দিনের জন্য ভিসা ছাড়া ট্রানজিট-সুবিধা দেওয়া হবে।
তবে এ সুবিধা পেতে হলে ওই চার দেশের নাগরিকদের বিমানের আসা-যাওয়ার টিকিট থাকতে হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র ভ্রমণের বৈধ ভিসা থাকলেই এ সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়াও পর্যটকদের ওই সাতটি দেশের যেকোনো একটির গ্রুপ ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্তির নিশ্চয়তা থাকতে হবে। আর ট্রানজিট-সুবিধা শুধু কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়ালালামপুর বিমানবন্দরের লো কস্ট ক্যারিয়ার টার্মিনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।