সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো. তোতা মিয়ার বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ড প্রদানে স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা মিলেছে।
সমাজসেবা অধিদপ্তর সিলেট কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কালাম অভিযোগের তদন্ত করে এর সত্যতা পান। এরপর তোতা মিয়ার আত্মীয়স্বজনের নামে ইস্যু করা পাঁচটি কার্ড বাতিল করা হয়েছে। গত ৩ জুন ‘বয়স্ক ভাতা বৃত্তান্ত’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক বলেন, ইতিমধ্যে ওই পাঁচজনের ভাতার বই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তকারী মো. আবুল কালাম বলেন, বয়স্ক ভাতার তালিকা প্রণয়নে তোতা মিয়া অনিয়মের আশ্রয় নিয়ে স্বজনপ্রীতি করেছেন। তাঁর স্ত্রী আত্তরুন নেছার নামের বাতিল করা কার্ড হতদরিদ্র সমিরুন নেছার নামে ইস্যু করা হবে।