কিশোরগঞ্জের ওয়েব সাইট্টির প্রধান ফোকাস দেয়া উচিত নরসুন্দার উপর। আমাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব নির্ভর করবে নরসু্ন্দার টিকে থাকার উপর। মেয়র, কাউন্সিলর, প্রশাসন, পুলিশ সবাই অল্পসময়ের জন্য দায়িত্বে থাকে। কেউ কখনোই জোড়ালো ভাবে এই ইস্যু নিয়ে এগিয়ে আসে না। কারন কেউ চায় না কর্তৃপক্ষ ও স্থানীয়দের নেতাদের বিরাগভাজন হতে। আমাদের চিন্তা করা উচিত – কতিপয় নদী খেকোদের জন্য আমাদের সবাইকে ভোক্তভোগী হতে হচ্ছে।
একটু বৃষ্টি হলে ড্রেনেজ সিস্টেম ধংস হয়ে যায়, রাস্তা ঘাট ডুবায় পরিনত হয়। পুরো শহরে একটা নদী থাকার পর এরকম হবার কথা না । বর্তমানে নদীটি প্রায় মৃত। খুব খারাপ লাগে যখন চোখের সামনে আমরা প্রাকৃতিক সম্পদ দিনের পর দিন ধংস হতে দেখছি। আজ যে যেভাবে পারছে বাসাবাড়ি- দোকান পাঠ করে নিচ্ছে নদী ভড়াট করে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই এক ধাপ সর্বাদায় এগিয়ে থাকে।
খুব তাড়াতাড়ি শহরবাসীর উচিত সচেতন হওয়া। এর জন্য একটা শক্ত প্লাটফর্ম প্রয়োজন যেখান থেকে সামাজিক এই আন্দোলনটিকে এগিয়ে নেয়া যাবে ।
আপনি এই ওয়েব সাইডের নতুন সদস্য অভিন্দন,প্রথমেই একটা ভাল পোষ্ট দিলেন।ি
ধন্যবাদ