দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা এবং ওয়ার্ডপ্রতি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি দেশের কৃষি উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে দ্রুততম সময়ে এসব পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান। সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, শাহ জিকরুল আহমেদ, কে এম খালিদ ও আহমেদ নাজমীন সুলতানা উপস্থিত ছিলেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের (২০১০-১১) প্রাকবাজেট এবং অর্থমন্ত্রীর সঙ্গে কমিটির সভাপতির বাজেট আলোচনার জন্য প্রস্তাবনা তৈরির বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ দেওয়া, অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগের সময়ের জন্য বাফার ফান্ড তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য অর্থমন্ত্রীকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কৃষকদের জন্য ভবিষ্যতে আরও কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে একটি প্রস্তাবনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আগামী সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান প্রথম আলোকে বলেন, ১৫ কোটি মানুষের দেশে বর্তমানে যে কজন কৃষি কর্মকর্তা আছেন, তা দিয়ে কাজ করানো সম্ভব নয়। কারণ মাঠপর্যায় পর্যন্ত কৃষিকাজে সহায়তা দিতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে কৃষি কর্মকর্তা বৃদ্ধি করতে বলা হয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে কমিটি আশা করে।