কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম হাইস্কুল অ্যান্ড কলেজের স্বীকৃতি বাতিল করা হয়েছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী এক আদেশে স্বীকৃতি বাতিল করেন। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম প্রথম আলোকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। স্বীকৃতি বাতিলের কারণ হিসেবে প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক না হওয়াকে বলা হয়েছে। কুলিয়ারচরের ইউএনও শাহ আলম জানান, বিদ্যালয়টির একাধিক দুর্নীতির ঘটনা আগ থেকেই বোর্ড অবগত ছিল। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নেয়। স্বীকৃতি বাতিল হওয়ায় বিদ্যালয় পরিচালনায় কর্তৃপক্ষ আইনগত ভিত্তি হারাল। আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও তিনি কলটি ধরেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, স্বীকৃতি বাতিলের খবরে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের মধ্যেও দুচিন্তা পেয়ে বসেছে।
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশ্ন এড়াতে শিক্ষকদের অনেকে মুঠোফোন বন্ধ করে রেখেছেন। প্রসঙ্গত, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনা সহ আশপাশের অন্তত সাতটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের নানা কারণে ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীদের একটি অংশ টাকার বিনিময়ে এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে থাকে। নিবন্ধন ও প্রবেশপত্র জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিতে গিয়ে প্রতিবছর একাধিক ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে। এ ঘটনায় একাধিক মামলাও হয়েছে। প্রধান শিক্ষক গ্রেপ্তারও হন। গতকাল প্রথম আলোর পৃষ্ঠা-৪-এ ‘কুলিয়াচরে আবুল কাসেম হাইস্কুল অ্যান্ড কলেজ, গলাকাটা প্রবেশপত্র তৈরির কারখানা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
– প্রথম আলো