কিশোরগঞ্জের বিচারিক হাকিম এইচ এম শফিকুল আলম গতকাল সোমবার ১২ বছরের শিশু রানাকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাকে সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল প্রথম আলোয় ‘১২ বছরের শিশু ২৫ দিন ধরে কারাগারে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব হয়। সকালে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিশুটিকে কারাগার থেকে মুক্ত করতে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আজহার আলী মিয়া প্রথম আলোকে বলেন, শিশু রানাকে সন্ধ্যায় জেলা কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করা হয়। আজ মঙ্গলবার তাকে টঙ্গী কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হবে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা গ্রামের মো. রানার বয়স ১৭ বছর উল্লেখ করে একটি মুঠোফোন চুরির অভিযোগে গত ১৬ জুন কিশোরগঞ্জ থানায় মামলা করা হয়। ওই দিন তাকে কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারিক হাকিম এইচ এম শফিকুল আলম জামিন নামঞ্জুর করে রানাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে সে কিশোরগঞ্জ কারাগারে ছিল।
– prothom-alo