উপজেলার আয়তন ৩৫৫.৫৩ বর্গ কিলমিটার এবং লোকসংখ্যা ১,৪৫,৪০০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। অষ্টগ্রাম নামকরণের পেছনে তিনটি মতবাদ প্রচলিত আছে। একটি হল- আটটি গ্রাম নিয়ে গঠিত এই জনপদের নাম অষ্টগ্রাম। দ্বিতীয় ধারণাটিথ- খ্রিষ্ট্রীয় বারো শতকের বল্লাল সেনের কৌলিণ্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করলে বল্লাল সেনের অধিসামন্ত অনন্ত দত্ত তাঁর গুরু শ্রীকন্ঠ দ্বিজসহ এই এলাকার কাস্তল নামক স্থানে আগমন করেন। তাঁরা এখানে এখানকার আটটি গ্রামের বসতি স্থাপন করেন বলে অষ্টগ্রাম নামের উৎপত্তি। তৃতীয় মতটি হল- হযরত শাহ্জালাল (র) সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে এসেছিলেন। তাই আষ্টগ্রামকে আত আউলিয়ারগাঁও বা আটগাঁও বলা হয়।