এই উপজেলার আয়তন ১২১.৭৩ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৫৬,৮৮০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। জনশ্রুতি আছে, মোঘল সম্রাট বাহাদুর শাহ্-এর আমলে বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ একদা ব্রহ্মপুত্র নদ দিয়ে পরগণার প্রজাসাধরণের সুখ-দুঃখ স্বচক্ষে দেখার জন্য এখানে আগমন করেন এবং দুল বাজার নামে এক জায়গায় বেশ কিছুদিন অবস্থান করেন। পরবর্তীতে এই দুল বাজারই সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্’এর নামানুসারে ‘হোসেনপুর’ নামকরণ করা হয় বলে জনশ্রুতি আছে।