উপজেলার আয়তন ১৯৩.৭৩ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩,৩৮,০৬০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। জনশ্রুতি থেকে জানা যায়, বত্রিশ প্রামিণিক পরিবার প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামাণিকের ষষ্ঠ ছেলে নন্দকিশোর কিংবা ব্রজকিশোরের নামানুসারে কিশোরগঞ্জ নামকরণ হয়েছে।