এই উপজেলার আয়তন ২২২.৯২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,২১,৯০০ জন।এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। উপজেলার নামের উৎস সর্ম্পকে জনশ্রুতি হল, যেটি বর্তমন উপজেলা সদর, সে গ্রামের পার্শ্ববর্তী এলাকায় প্রচুর খাগড়া বনের সমাবেশ ছিল। উক্ত খাগড়ার ছিল মিষ্টি বা মিঠা রস। এই মিঠা খাগড়ার বন থেকে মিঠামন এবং তা হতে রূপান্তরিত হয়ে মিঠামইন হয়েছে। আরেকটি জনশ্রুতি হল, এলাকাটিতে ‘মইনগাছ’ নামে পরিচিত সরু এবং ইক্ষু গাছের মতো মিষ্টি গাছের মতো মিষ্টি রস বিশিষ্ট এক ধরনের গাছ প্রচুর জন্মাতো। এই মিষ্টি বা মিঠা মইন থেকে মিঠামইন শব্দের উৎপত্তি বলে অনেকের ধারণা।