আফগান যুদ্ধের হাজার হাজার শ্রেণীবদ্ধ নথি ফাঁসকারীর সন্ধান শুরু হয়েছে বলে সোমবার পেন্টাগন থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটাই সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আফগান যুদ্ধ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৯১ হাজার নথি ফাঁসের পেছনে যে ব্যক্তি রয়েছে তার ওই সব স্পর্শকাতর নথি পাওয়ার গোপন কোনো পথ আছে বলে তারা মনে করছেন।
আরো তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলেও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল বলেন, “তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করতে যা করা প্রয়োজন তার সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরো বলেন, “তথ্য ফাঁসকারীকে খুঁজে বের না করা পর্যন্ত আরো তথ্য ফাঁসের আশঙ্কাকে আমরা বাতিল করে দিচ্ছি না। আর এটি অবশ্যই একটি উদ্বেগের বিষয়।”
পেন্টাগন আরো জানিয়েছেন, উইকিলিকস প্রকাশিত আফগান যুদ্ধ বিষয়ক তথ্য পর্যালোচনা করতে কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন লাগবে এবং ফাঁস হাওয়া তথ্য জাতীয় নিরাপত্তায় কোনো ক্ষতি সাধন করবে কিনা তাও পর্যালোচনা করে দেখা হবে।
You must log in to post a comment.