অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধের বিচারে আবারো নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাকে দিয়ে কিছু দায়িত্ব পালন করাতে চান বলেই আল্ল�াহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।”

তিনি বলেন, কোন বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের জন্যে কে কি কাজ করেছেন ‘৭১-এ কার কি ভূমিকা ছিল জনগণ তা জানে।

প্রধানমন্ত্রীরও তার ‘বাবার পরিণতি হবে’ বিএনপি’র এক নেতার এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি ভয় পাইনা, হায়াত মউত আল্ল�াহর হাতে। আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছেন ততদিন কেউ আমার কিছু করতে পারবে না।”

এসময় প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাসেবক লীগের ব্যাচ পরিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “অপকর্ম করে পার পাওয়ার আশায় সব সময় সরকারে কিছু সুবিধাবাদী লোক ঢুকে পড়ে। কেউ কোন অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না।”