ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে
আমরা না হয় আবার হারিয়ে যাব শৈশবে
আমরা না হয় আবার কোন কদম তলায়
ফুলকোড়ানো নিয়ে কথা কাটাকাটিতে
মেতে উঠবো অন্য রকম আনন্দে।

এমন দিনকি সত্যিই ফিরে আসবে!
নদীতে নৌকা নিয়ে বড়শীর সিপ ফেলবো
সারা দিনে হয়তো একটা মাছও ধরবেনা
তবুও সীমাহীন আনন্দে আমরা ফিরে যাব বাড়ীতে।

আসুক আবার মেঘ, আসুক কোন কাল বোশেখী ঝড়
আসুক শ্রাবন ধারা, উত্রাল হাওয়া
আসুক হৃদয় হারা সুর তোলা বাউল
তার নতুন কোন গান নিয়ে।

আমরা না হয় আবার দুজন হারাবো
সীমাহিন সুখে অকূল দরিয়ায়।

জাজাফী, এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়