সময় শৈশব

চ্যাপা ভর্তা আর গরম ভাত
সাথে মায়ের মধুমাখা হাত।
দিন যায়, আর ঘোলাটে হয়
হাওড়ের জল।

পুটি মাছ, শিং আর কই মাগুর
হারিয়ে যায় একে একে
ইতিহাসের পাতায়।

হারিয়ে যায় মন
মাঠ ঘাট আর বন
সেদিনের কাঁদা মাখা ছোট্ট শিশু;
দুরন্ত কৈশোরের সেই অবাধ্য ছেলেটি।
আর হারায়,  প্রিয়া ও মায়ের অকৃত্রিম হাসি!!

 কবিতা ০২

স্বপ্ন দেখি ঘর বানাব।
স্বপ্ন দেখি ঘর বানাব হাওড়ের বুকে,
একা একা নিসংঙ্গ এক সংসার।
যখন আমি ঘুমিয়ে যাব এক সময়,

তোমার কথা ভাবতে ভাবতে;
তখন, আমার কোল জুড়ে
সাতরাবে পুটিমাছ, হাওড়ের জলে।

আলতো এসে চুমো দিবে
সদ্য প্রসূত এক বোয়াল শিশু।
খিল খিল হাসবে সে,

“পিতা আমার, ওগো জননী!
কাঁদো কেন একা তুমি,
সাজিয়ে এ নিসংঙ্গ তরণী?”