৮ মার্চ বিশ্ব নারী দিবস। আসুন বাংলাদেশের নারীদের সম্পর্কি কিছু তথ্য জেনে নিই।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর প্রথম নারী ভিপি—মাহফুজা খানম।
• ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ—প্রীতিলতা ওয়াদ্দেদার।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী—লীলা নাগ।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক—করুণাকণা গুপ্তা,ইতিহাস বিভাগ।
• দাবায় প্রথম আন্তর্জাতিক মহিলা গ্রান্ডমাস্টার—রানী হামিদ।
• ঢাকা মেডিকেল কলেজের প্রথম নারী অধ্যক্ষ—ডা.হোসনে আরা তাহমিন।
• বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য—বেগম রাজিয়া বানু।
• তেভাগা আন্দোলনের নেত্রী—ইলা মিত্র।
• মুক্তিবেটি নামে খ্যাত বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধা আদিবাসি নারী—কাকন বিবি।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী—ফজিলাতুন্নেসা।
• বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী—বেগম খালেদা জিয়া।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ—মেহেরুন্নেসা।
• যুক্তরাজ্যের প্রথম বাঙ্গালী নারী কাউন্সিলর—পলা মনজিলা উদ্দিন।
• উপমহাদেশের প্রথম নারী মুসলিম চিকিৎসক—জোহরা বেগম কাজী।
• জাতিসংঘের সিডিও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপার্সন—সালমা খান।
• অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব—আইরিন খান ।
• প্রথম নারী ভাইস চ্যান্সেলর—কুলসুম হুদা।
• বিটিভির প্রথম নারী মহাপরিচালক—বেগম ফেরদৌস আরা।
• বিটিভির প্রথম নারী শিল্পী—ফেরদৌসী রহমান।
• পরমাণূ শক্তি কমিশনের প্রথম নারী পরিচালক—ড.জাকিয়া বেগম।
• জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধি—ইসমাত জাহান।
• দেশের প্রথম নারী প্যারেড কমান্ডার—এলিজা শারমিন।
• পরমাণূ শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রথম নারী মহাপরিচালক—ড.মাধবী ইসলাম।
• যুক্তরাজ্যের নিম্ন কক্ষ হাউস অব কমনসে প্রথম বাংলাদেশী নারী সদস্য—রুশানারা আলী।
• পিএসসির প্রথম নারী চেয়ারম্যান—জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করা হয়—১৯৯৭ সালে।
• বাংলাদেশের প্রথম নারী বিচারপতি—নাজমুন আরা সুলতানা।
• বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক—ড.নীলিমা ইব্রাহীম।
• বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নাবী সদস্য—নুরজাহান মুরশিদ।
• প্রথম নারী জাতীয় অধ্যাপক—প্রফেসর ড. সুফিয়া আহমেদ।
• প্রথম নারী নভো বিজ্ঞানী—ড. সুলতানা নাহার কেয়া।
• প্রথম নারী ক্রিড়াবিদ—রাবেয়া খাতুন।
• তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা—ড.নাজমা চৌধুরী।
• বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী—ডা.দীপুমনি।
• বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী—অ্যাডভোকেট সাহারা খাতুন।
• জাতীয় সংসদের প্রথম নারী বিরোধী দলীয় নেত্রী—শেখ হাসিনা।
• বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা—সৈয়দা সাজেদা চৌধুরী।
• বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার—রওশন আরা।
• নারী জাগরণের পথিকৃৎ–বেগম রোকেয়া।
• বাংলাদেশের নারীদের জন্য প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা—বেগম।
• বাংলাদেশের প্রথম নারী সচিব—জাকিয়া আক্তার।
• বাংলা চলচ্চিত্রে প্রথম মুসলিম অভিনেত্রী—বনানী চৌধুরী।
• প্রথম নারী চলচ্চিত্র পরিচালক—বেগম রেবেকা।
• দেশের প্রথম নারী মহিলা জজ—কৃষ্ণা দেবনাথ।
• বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ–হাসিনা আশরাফ।
• বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী—পুর্ণিমা সেনগুপ্তা।
• বাংলাদেশের পক্ষে প্রথম ফ্যাশন শো করেন—বিবি রাসেল।
• কাব্য গ্রন্থ রচয়িতা প্রথম নারী—মাহমুদা থাতুন সিদ্দিকা,কাব্য-পশারিনী।
• বাংলাদেশের প্রথম নারী ওসি—হোসনে আরা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী কূটনীতিক—তাহমিনা খান ডলি।
• ফরেন সার্ভিস থেকে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী রাষ্ট্রদূত—মাহমুদা হক চৌধুরী।
• সোর্ড অব অনার প্রাপ্ত প্রথম নারী—মারজিয়া ইসলাম।
• প্রথম নারী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি)—ফাতেমা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী ভাস্কর—নভেরা আহমেদ।
• বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন—আজিজুন্নেসা।
• প্রথম নারী রাষ্ট্রদূত—মাহমুদা হক চৌধুরী।
• প্রথম নারী নোটারী পাবলিক—কামরুন নাহার লাইলী।
• প্রথম নারী চার্টাড একাউন্ট্যান্ট—সুরাইয়া জান্নাত খান।
• প্রথম নারী এমিরেটাস ফেলো—প্রফেসর ডা.সুফিয়া রহমান।
• প্রথম নারী বৈমানিক—সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
• দেশের প্রখম দ্রুততম মানবী—শামীম আরা টলি।
• প্রথম টেষ্টটিউব বেবী প্রবর্তন কারী চিকিৎসক—ডা.পারভীন ফাতেমা।
• বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী প্রোভিসি—ড.জেড এন তাহমিদা বেগম।
• প্রথম নারী রেল চালক—সালমা খান।
• বেগম পত্রিকার প্রথম ও প্রতিষ্ঠাতা সম্পাদক—বেগম সুফিয়া কামাল।
• সংসদের প্রথম নারী হুইপ—খালেদা খানম (১৯৯৬,সংরক্ষিত আসন থেকে নির্বাচিত)।
• প্রথম নারী ব্রিগেডিয়ার—সুরাইয়া রহমান।
• পিএসসির প্রথম ও একমাত্র নারী চেয়ারম্যান—ড.জেড এন তহমিদা বেগম।
• প্রথম নারী এভারেষ্ট বিজয়ী—
আশা করি তথ্য গুলো একটু হলেও ভালো লাগবে। নারী দিবস সফল হোক এবং নারীদের প্রতি সহিংসতা চিরতরে বন্ধ হোক। তথ্যগুলো বিভিন্ন স্থান থেকে সংকলিত।