লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভৈরবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় প্রবাসীদের স্বজনেরা এ অবরোধ করেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিলে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুপুর অবরোধ করে রাখেন। পুলিশ তাঁদের সেখান থেকেও সরিয়ে দেয়। স্বজনেরা জানান, লিবিয়ায় ভৈরব উপজেলার সহস্রাধিক লোক কর্মরত আছেন। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। স্বজনদের অভিযোগ, অন্যান্য দেশের দূতাবাস তাদের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও বাংলাদেশ সরকার এ ব্যাপারে কিছু করছে না। এ ব্যাপারে সরকার এখনই উদ্যোগ না নিলে বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবাসীদের স্বজনেরা সকাল ১০টার দিকে মহাসড়কের জগন্নাথপুর এলাকা অবরোধ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১১টার দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখান থেকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুপুরে অবস্থান নেন। আধাঘণ্টা পর পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– প্রথম আলো